রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact check: সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায়  ভুয়া অডিও সম্বলিত...

Fact check: সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায়  ভুয়া অডিও সম্বলিত কন্টেন্ট এর ছড়াছড়ি 

Claim- সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে ঘিরে টিকটকে বিকৃত ও সম্পাদিত ভিডিওর ছড়াছড়ি 
Fact-অডিওগুলোর প্রায় সবগুলোই বানোয়াট অথবা ভিন্ন ভিডিও থেকে এনে সম্পাদিত করা হয়েছে। 

সংসদ সদস্য ব্যারিস্টার সুমন তথা ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন সোশ্যাল মিডিয়ার অতি পরিচিত এক নাম । পেশায় আইনজীবি হলেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে নিয়মিত নানা সময়ে সামাজিক ও রাজনৈতিক নানা রকমের অসঙ্গতি ও বিচ্যুতি নিয়ে সমালোচনামুখী ভিডিও কন্টেন্ট বানিয়ে থাকেন তিনি যা তাকে জনসাধারণের মাঝে বেশ জনপ্রিয় করে তোলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তিনি ইতিমধ্যে দু’টি সংসদ অধিবেশনে অংশ নেন। সম্প্রতি তার এই সংসদ অধিবেশনে বক্তব্য রাখার বেশ কিছু ভিডিওর অডিওতে বিভিন্ন মন্ত্রী ও সাংসদদের উদ্দেশ্য করে সমালোচনা ও অসঙ্গতিপূর্ণ শব্দ চয়ন করতে দেখা যায়। তালিকায় রয়েছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী, বিদ্যুৎ খাত ও রেল খাত এর নানা অসঙ্গতি। আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। এমন কিছু ভিডিও দেখুন এখানে- পররাষ্ট্র মন্ত্রী-(, , , , ); শিক্ষামন্ত্রী (, , , , ); বিদ্যুৎ বিল(, , , , , ); রেলমন্ত্রী (, , , ); ওবায়দুল কাদের (, )। এই ভিডিওগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রী, মন্ত্রণালয় ও খাত নিয়ে বিভিন্ন দূর্নীতি ও অসঙ্গতি নিয়ে ব্যারিস্টার সুমনের ভাইরাল ভিডিও । ভিডিওগুলোর কিছু স্ক্রিনশট দেখুন এখানে

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে ব্যারিস্টার সুমনের সংসদে বক্তব্যের দাবিতে ভাইরাল ভিডিও/অডিওগুলো মিথ্যা। 

Fact-check/Verification

ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ের জন্য সর্বপ্রথম আমরা ব্যারিস্টার সুমন এর সংসদে বক্তব্যের মুল ফুটজে অনুসন্ধান করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত দুইবার জাতীয় সংসদ অধিবেশন বসে। নব নির্বাচিত এমপি ব্যারিস্টার সুমন দুইবারই সংসদে বক্তব্য় রাখেন। জাতীয় সংসদে ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো দেখুন এখানে- চ্যানেল২৪(সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীকে পর্যসন), সময়টিভি (রিজার্ভ চুরি নিয়ে আইসিটি মন্ত্রীকে পর্যসন), যমুনা টিভি(তথ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন), কালবেলা নিউজ , যমুনা টিভি(নিজ বিভাগের স্বাস্থ্য খাত নিয়ে), দেশ টিভি (চা শ্রমিকদের নিয়ে), বাংলাদেশ টেলিভিশন (২য় অধিবেশন৪৭ঃ০৯ মিনিট-এ পর্যটন নিয়ে প্রশ্ন)। 

এ সকল ভিডিওতে ব্যারিস্টার সুমনকে নানা প্রশ্ন করতে দেখা গেলেও কোন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে সরাসরি দূর্নীতি নিয়ে প্রশ্ন ও সমালোচনা করতে দেখা যায় নি। 

পররাষ্ট্রমন্ত্রীকে অযোগ্য অডিও সম্বলিত সুমনের সংসদের ভিডিওটি মুলত তিন বছর পুরাতন একটি ভিডিও থেকে অডিওটি এডিট করে বসানো হয়েছে। ২০২০ সালে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনার আবেগি বক্তব্য সরকার ও প্রবাসীকে মুখোমুখি শিরোনামে ব্যারিস্টার সুমন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও আপলোড করেন। যেখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এর প্রবাসীদের নিয়ে একটি বক্তব্য়ের সমালোচনা করেন। 

একইভাবে শিক্ষামন্ত্রীকে নিয়ে ভাইরাল ভিডিওর অডিওগুলোও অন্য ভিডিও থেকে সংগ্রহ করে ব্যারিস্টার সুমনের সংসদের বক্তব্যের ভিডিওর সাথে জুড়ে দেয়া হয়েছে। ২০২২ সালের ২৭ জানুয়ারি ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেইজে মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের নয় আপনার আত্মীয় স্বজনদের শিক্ষা দিন! শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। এই ভিডিও থেকেই ৩৫৯ কোটি টাকার দূর্নীতির কথা উল্লেখ করেন। 

বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে আইসিটি মন্ত্রীকে তুলোধুনো করার সংসদের ভিডিওর মুল অডিওটি মুলত বিদ্যুৎ বিলের ধর্ষণকারীদের কি বিচার হবে না! শিরোনামে আপলোড করা ব্যারিস্টার সুমনের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে নেয়া। এই ভিডিওটিও ২০২০ সালে ফেসবুকে আপলোড করা হয়েছিলো। 

সংসদে রেলমন্ত্রীকে ধোলাই শিরোনামে ভাইরাল ভিডিওর অডিওটিও ব্যারিস্টার সুমনের ফেসবুক পেইজে পুর্বে আপলোডকৃত একটি ভিডিও থেকে সংগ্রহ করে সংসদের একটি ভিডিওর সাথে জুড়ে দেয়া হয়। রেলের গেইটম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মাননীয় রেল মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? শিরোনামে ২০২২ সালের একটি ভিডিওতে রেল খাত নিয়ে ব্যারিস্টার সুমন একটি ভিডিও তৈরি করেন। এই ভিডিওটিতেই ১৯৬ কোটি টাকার রেলের দূর্নীতির অভিযোগ তুলেন ব্যারিস্টার সুমন। 

অপর একটি ভিডিওতে দেখা যায় সংসদে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘কাউয়া’ বলে সম্বোধন করছেন। কি-ওয়ার্ড অনুসন্ধানে দেখা যায় ‘কাউয়া’ কথাটি ব্যারিস্টার সুমন ওবায়দুল কাদেরকে নয় বরং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় বলেন। ভিডিওটি দেখুন এখানে।

এছাড়াও ব্যারিস্টার সুমন এক ভিডিওতে তাকে ঘিরে সকল ভুয়া অডিও জুড়ে দেয়া ভিডিও কন্টেন্ট নিয়ে সতর্ক করেছেন তার ভক্তদের। দেখুন এখানে। 

Conclusion

অতএব, ব্যারিস্টার সুমনকে ঘিরে ভাইরাল ভিডিওগুলো সম্পাদিত ও বিকৃত। 

Result: Altered Video

Our Sources: 

ফেসবুক পেইজ- Barrister Syed Sayedul Haque Suman

 Newschecker’s Own Analysis 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular