সম্প্রতি সামিজিক বিনোদনমূলক ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে, একটি ভিডিওতে দাবি করা হয়েছে সারাবিশ্বের সাথে বাংলাদেশ বিমান চলাচল বন্ধ করতে যাচ্ছে। ভিডিওটি টিকটিকে আপলোড করা হয় ২৮শে নভেম্বর। এরই মধ্যে ভিডিওটি লাইক করা হয়েছে প্রায় ২৩ হাজার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে আড়াই হাজারবার।
Fact Check/ Verification
টিকটক ভিডিওটি সম্পাদনা করে তার উপরে লেখা হয়েছে, সারা বিশ্বের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ হতে যাচ্ছে এই দাবিটি। কিন্তু ভিডিওতে, সংবাদ উপস্থাপক বলছেন যে বাংলাদেশে করােনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিস্তার রোধে, জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ।
ভিডিওটির কী-ফ্রেম সার্চ করে সন্ধান মেলে ইউটিউবে আপলোড করা আসল ভিডিওটির। ইউটিউবে যমুনা টিভির চ্যানেলে ২৮শে নভেম্বর, “ওমিক্রণ নিয়ে উদ্বিগ্ন পরামর্শক কমিটি, বিমান যোগাযোগ বন্ধের পরামর্শ” এই শিরোনামে একটি ভিডিও আপলোড করে।
ভিডিওটির শুরুর ৯ সেকেন্ডের সাথে মিল খুঁজে পাওয়া যায়, সারাবিশ্বের সাথে বিমান যোগাযোগ বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ – এই দাবিতে আপলোড করা টিকটিক ভিডিওর।
যমুনা নিউজে প্রচারিত এই সংবাদের শুরুতে সংবাদ পাঠিকা বলছেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রণ’ নিয়ে উদ্বিগ্ন জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এটি যাতে ছড়িয়ে না পড়তে পারে, সেজন্য আক্রান্ত দেশগুলোর সাথে বিমান যোগাযোগ বন্ধ করার পরামর্শ তাদের।”
সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহ লকডাউনের খবরটি পুরানো
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ সংক্রমিত দেশগুলো থেকে আসা সব মানুষকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলকসহ মোট ১৫টি নির্দেশনা প্রকাশ করে স্বাস্থ্য বিভাগ।
এছাড়াও, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ নিয়ে সংবাদ প্রকাশ করে Dhaka Post, Daily Star, Dhaka Tribune সহ বিভিন্ন সংবাদ মাধ্যম।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে সংক্রামিত দেশগুলোর সাথে বিমান চলাচল বন্ধ করার পরামর্শ দেয় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। অর্থাৎ, সারাবিশ্বের সাথে বিমান চলাচল বন্ধ সংক্রান্ত কোন নির্দেশ দেয়নি বাংলাদেশ।
Conclusion:
সারাবিশ্বের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, এই দাবিটি বিভ্রান্তিকর।
Result: Misleading
Our Sources:
Tiktok: tiktok.com/@abrahambenjamin21/video/7035615644531936539
Dhaka Tribune: https://www.dhakatribune.com/bangladesh/2021/11/28/ntac-recommends-travel-ban-on-omicron-confirmed-countries
Dhaka Post: https://www.dhakapost.com/national/80031
Jamuna News: https://www.youtube.com/watch?v=sXesGZZWavI
BBC: https://www.bbc.com/bengali/news-59457063#
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।