Claim-নতুন করে ৮ পুলিশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকার
Fact- বাংলাদেশের উপর নতুন করে কোন নিষেধাজ্ঞা আসে নি
‘নতুন করে ৮ পুলিশ কর্মকর্তার উপর স্যাংশন দিলো আমেরিকা, অসংখ্য এমপি মন্ত্রী এর আওতায় আসবে’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টগুলো দেখুন এখানে- Tik Tok, Tik Tok, Facebook, Facebook, Facebook.
পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/ Verification
গুগল কি ওয়ার্ড সার্চ এর সাহায্যে ভাইরাল দাবিটির বৈধতা অনুসন্ধান করতে গিয়ে জানা যায় দাবিটি মিথ্যা। ইউ.এস.এ’র পক্ষ থেকে বাংলাদেশের উপর নতুন করে কোন স্যাংশন আরোপ করে নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বশেষ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসে ২০২১ সালের ১০ ডিসেম্বর। দেখুন এখানে- US Department Of The Treasury, Human Rights Watch, Dhaka Tribune.
তথ্য অনুযায়ী ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট মানবাধিকার দিবসে এই বাংলাদেশের র্যাব এর উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে যেখানে র্যাবের মহা পরিচালক বেনজির আহমেদ সহ ছিলেন আরও কয়েক জন কর্মকর্তা।
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গত ২৪ই মে ২০২৩ বাংলাদেশের বিশেষ ক্ষেত্রে (সুষ্ঠ নির্বাচন কেন্দ্রীক)একটি ভিসা পলিসি ঘোষণা করেন সে দেশের দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। দেখুন এখানে- প্রথম আলো, বিবিসি বাংলা @secBlinken.
বাংলাদেশে অবাধ-সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনালিটি এ্যাক্ট-এর ২১২(এ)(৩)(সি)(৩সি) ধারা বলে এই নতুন নীতি ঘোষণা করা হয়েছে।
তবে এটি কোন স্যাংশন নয় বরং ভিসা পলিসি। সাধারণত স্যাংশন আরোপ করার দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। অন্যদিকে ভিসা পলিসি নিয়ে এই ঘোষণা দেয়া হয় ইউ এস ডিপার্টমেন্ট অব স্টেট।
তবে ২৪ই মে এই ঘোষণা আসলেও ইতিমধ্যে (৩ই মে ২০২৩) বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে অবগত করা হয় বলে জানা যায় প্রতিবেদন অনুযায়ী।
Conclusion:
সুতরাং বাংলাদেশের উপর নতুন করে কোন স্যাংশন আরোপ করে নি যুক্তরাষ্ট্র।
Result: False
Our Sources:
US Department Of The Treasury, Human Rights Watch, Dhaka Tribune.
প্রথম আলো, বিবিসি বাংলা @secBlinken.
ইউ এস ডিপার্টমেন্ট অব স্টেট।