রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkবঙ্গবন্ধু টানেলের নামে ইডিটেড ছবি প্রচার

বঙ্গবন্ধু টানেলের নামে ইডিটেড ছবি প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি “চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত, দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ‘বঙ্গবন্ধু টানেল” শিরোনামে একটি ছবি প্রচার করা হয়।

Screenshot from Rafiul Karim Masum Post

নিউজচেকার যাচাই করে দেখেছে, বঙ্গবন্ধু টানেলের এই ছবিটি ইডিট করা।

Fact Check / Verification

রিভার্স ইমেজ সার্চ করে নির্মাণ কাঠামো সংক্রান্ত আন্তর্জাতিক ডাটাবেস Structurae.net এ “Engelberg Base Tunnel” শিরোনামে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। মূলত এই টানেলটি জার্মানির লিওনবার্গ শহরে অবস্থিত।

বঙ্গবন্ধু টানেল
Screenshot from Structurae.net website

এছাড়া টানেলের উপরের নদীর ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে ভ্রমণ ভিত্তিক ওয়েবসাইট Trip.com এ ‘Karnaphuli River’ নামের অ্যালবামে নদীর মূল ছবিটি খুঁজে পাওয়া যায়

Screenshot from Trip.com

গণমাধ্যমের খবর অনুসারে কর্ণফুলী নদীর তলদেশে নির্মানাধীণ দেশের প্রথম টানেলের ভেতর সড়ক তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। এই প্রকল্পের কাজ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও করোনার বাধা এবং আনুসঙ্গিক কারণে কাজ শেষ হতে আরো ৬ মাস বেশি লাগতে পারে বলে জানা যায়।

Read More: বাংলাদেশ নিয়ে মার্কিন কংগ্রেসের শুনানির ভিডিওটি ৮ বছর পুরোনো

Conclusion

জার্মানির টানেলের ছবির সাথে কর্ণফুলী নদীর ছবিকে ইডিট করে বঙ্গবন্ধু টানেলের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে

Result – False

Our Sources

Structurae: https://structurae.net/en/structures/engelberg-base-tunnel

Trip.com: https://www.trip.com/travel-guide/chittagong-14720/tourist-attractions-photo/

Bdnews24: কর্ণফুলী টানেল: নির্মাণ প্রায় শেষ, এখন ‘যানজট নিয়ে পরিকল্পনা’

The Daily Star Bangla: কর্ণফুলী টানেল নির্মাণ: প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির আবেদন


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular