মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeFact CheckFact Check: বাইতুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষের পুরোনো ভিডিওকে ভিন্ন দাবিতে প্রচার

Fact Check: বাইতুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষের পুরোনো ভিডিওকে ভিন্ন দাবিতে প্রচার

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় বাংলাদেশে কাটলুলা নামক এক স্থানে সুন্দর মুসলিম নারীর সাথে হালালা কারা করবেন তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, যার ফলে এখন পর্যন্ত তাবলীগ জামাতের ১২ জন সদস্য নিহত হয়েছেন। 

এমন দাবিতে প্রচারিত প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিওহতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২০ সেপ্টেম্বর ২০২৪ সালে আপলোডকৃত একটি নিউজক্লিপে মূল ভিডিওটি খুজে পাওয়া যায়। 

ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন হতে জানা যায় এটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভেতর দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুর এর ঘটনার। 

পরবর্তীতে এর সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে। 

গত ২০ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন আহত হন। সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো মসজিদে এসে খতিব মুফতি রুহুল আমিন বয়ান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বর্তমান খতিবের অনুসারী এবং রুহুল আমিনের অনুসারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একদল মুসল্লি তাঁকে বিগত সরকারের ‘দালাল’ হিসেবে আখ্যা দিয়ে হইচই শুরু করেন এবং তাঁর পেছনে নামাজ না পড়ার ঘোষণা দেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে মসজিদের ভেতরে ভাঙচুর শুরু হয়, দরজা-জানালার কাচ ভেঙে ফেলা হয়। অবশেষে মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

উল্লেখযোগ্যভাবে, আলোচিত এক্স পোস্টে কাটলুলা নামক স্থানের নাম উল্লেখ করা হলেও, এমন কোনো স্থানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। একইসঙ্গে, তাবলীগ জামাতের ১২ জন নিহত হওয়ার দাবি করা হলেও, এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ গত মঙ্গলবার ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের অনুসারীদের সঙ্গে মাওলানা সাদ অনুসারীদের সংঘর্ষ হয় এতে ৪ জন নিহত হয়। 

অর্থাৎ, গত সেপ্টেম্বরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঘটা একটি ঘটনার ভিডিও প্রচার করে তাবলীগ জামাতের ১২ সদস্য নিহত দাবিতে সামাজিক মাধ্যম এক্সে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

Result: False

Our Sources
Jamuna TV
Prothom Alo 
Dhaka Tribune
Prothom Alo


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular