সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মরুভূমিতে ফুলের ছবি ভাইরাল করে দাবি করা হয় “সৌদি আরবে রাফা অঞ্চলে বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধী ফুলে”। ফেসবুকে প্রচারিত পোস্টগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সৌদি আরব-ইরাক সীমান্তের অঞ্চলে মরুভূমি জুড়ে বেগুনি রংয়ের সুগন্ধী ফুল ফোটার খবর Alarabiya News, France24 সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর।
Fact-Check/Verification
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূল ছবিটি জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইট GettyImages – এ ২০১৫ সালের ২৭ নভেম্বরে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian এবং Mirror এর ওয়েবসাইটে ২০১৫ সালের ৩০ অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৫ সালে ছবিগুলো চিলির আতাকামা মরুভূমিতে তোলা হয়েছে।
Conclusion
চিলির আতাকামা মরুভূমির একটি ছবিকে সৌদি মরুভূমিতে ফোটা বেগুনি ফুলের ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
Result: Missing Context
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।