বুধবার, মার্চ 12, 2025
বুধবার, মার্চ 12, 2025

HomeFact CheckFact Check: বোরখা পরে দুবাইতে ভারত-পাক ম্যাচ দেখলেন সোনাক্ষী সিনহা? ভাইরাল ছবির...

Fact Check: বোরখা পরে দুবাইতে ভারত-পাক ম্যাচ দেখলেন সোনাক্ষী সিনহা? ভাইরাল ছবির সত্যতা জানুন 

Claim

রবিবার (২৩ ফেব্রুয়ারি), বোরখা পরে স্বামী জাহির ইকবালের সঙ্গে দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন বলিউড-অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

Fact

NewsChecker লক্ষ্য করেছে যে, ছবিটি অত্যধিক উজ্জ্বল এবং পিছনের দৃশ্য অত্যন্ত ঝাপসা। যা ইঙ্গিত করছে যে, ছবিগুলো আসল নয়, বরং  কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

Hive Moderation, টুলের দ্বারা ছবিটার পরীক্ষা করলে দেখা যায় যে সেটি, ৯৯.৪ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

 IsitAI? টুল দ্বারা পরীক্ষা দেখা যায় যে, সেটি ৮১ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

এখান থেকে প্রমাণিত যে, বোরখা পরে স্বামীর সঙ্গে সোনাক্ষী সিনহার ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাওয়ার ছবিটি ভুয়ো ও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

Result: Altered Photo/Video

Sources
Hive Moderation tool
IsitAI? tool


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular