শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact check: অন্তরবর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ তালিকার দাবিতে ভাইরাল তালিকাটি সত্য নয়

Fact check: অন্তরবর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ তালিকার দাবিতে ভাইরাল তালিকাটি সত্য নয়

Claim 

অন্তরবর্তীকালীন সরকারের তালিকা প্রকাশ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও অন্যান্য ব্যক্তিদের নাম প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তালিকা ঘুরে বেড়াচ্ছে গতকাল থেকে। তালিকাটিকে প্রস্তাবিট বলে দাবি করা হচ্ছে। পোস্টগুলো দেখুন এখানে, এখানে , এখানে , এখানে, এখানেএখানে। 

নিউজচেকার-বাংলাদেশ দাবি করেছে দাবিটি মিথ্যা। 

Fact

অন্তরবর্তীকালীন সরকার গঠনের পুর্ণাঙ্গ প্যানেল এর তালিকা প্রকাশ এর দাবিতে ভাইরাল পোস্টগুলোর সত্যতা যাচাই করতে একাধিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করা হয়। তবে কোন নির্ভর্যোগ্য সুত্রে এ ধরণের কোন তালিকা প্রকাশের প্রতিবেদন বা তথ্য প্রমাণ পাওয়া যায় নি। গতকাল রাতে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন খান রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে এই প্রসঙ্গে বৈঠক করেন। মধ্যরাতে বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ ও অধাপক আসিফ নজরুল  বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। দেখুন এখানে- যমুনা টিভি, এটিএন নিউজ।  

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে সমন্বয়ক নাহিদ কথা বলেন। তিনি জানান একটি ফলপ্রসু আলোচনা হয়েছে। বর্তমানে ড. মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান প্রাথমিকভাবে একটি তালিকা দেয়া হয়েছে বঙ্গভবনে। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তালিকার নাম সমূহের কিছুই  এখনও প্রকাশ করেননি তারা। 

খুব দ্রুতই এই তালিকা চুড়ান্ত হবে বলে জানিয়েছেন। 

অন্যদিকে ভাইরাল পোস্টগুলোতে দুটি ভিন্ন তালিকা দেখা যায়। তালিকাগুলোতে ড. মুহাম্মদ ইউনুসের নাম প্রধান উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হলেও বাকিদের নামের সাথে তালিকা দুটির মাঝে বেশ অমিল রয়েছে। 

অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, ড. মুহাম্মদ ইউনুস খুব শীঘ্রই দেশে আসলে এই বিষয়ে তার পক্ষ থেকে একটি ঘোষণা আসবে।  

Conclusion

অতএব, সমন্বয়কদের প্রেস ব্রিফিংয়ের থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রাথমিক তালিকা প্রস্তাব ও উপস্থাপন করা হলেও তারা সেই তালিকা এখনো চুড়ান্ত করে জনসম্মুখে প্রকাশ করে নি। সুতরাং ভাইরাল পোস্টগুলোতে থাকা তালিকাগুলো বানোয়াট। 

Result: False

Our Sources:
  যমুনা টিভি, এটিএন নিউজ


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular