শনিবার, জানুয়ারি 18, 2025
শনিবার, জানুয়ারি 18, 2025

HomeFact CheckFact check: লস এ্যাঞ্জেলেস এ আগুন নিভানোর জন্য আজান দেয়া হচ্ছে ভাইরাল...

Fact check: লস এ্যাঞ্জেলেস এ আগুন নিভানোর জন্য আজান দেয়া হচ্ছে ভাইরাল দাবিটি সত্য নয়

Claim 

লস এ্যাঞ্জেলেস এ দাবানলের আগুন নিয়ন্ত্রণের জন্য আজান দেয়া হচ্ছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়।
আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এ্যাঞ্জেলেস ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যাচ্ছে। কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সে আগুন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যপক ভাইরাল হয় যেখানে কয়েকজন মুসলিম ব্যক্তিকে একসাথে আজান দিতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে লস এ্যাঞ্জেলেস এর ভ্যাবহ আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য আজান দেয়া হচ্ছে। ভিডিওগুলো দেখুন এখানে, এখানেএখানে । 

নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল দাবিটি মিথ্যা।

Fact

লস এ্যাঞ্জেলেস এর অগ্নিকান্ড সম্পর্কিত ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই এ আমরা প্রাথমিকভাবে কিছু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ ও রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় একই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও প্রতিবেদন ও ওয়েবসাইটে ২ বছর আগে থেকেই উপলব্ধ ছিলো। 

রিভার্স ইমেজ সার্চ এ আমরা 9Gag এ ভিন্ন শিরোনামে একই ভিডিওর সন্ধান পাই। ভিডিওটি 9Gag  এ ২০২২ সালের ১৭ই অক্টোবর আপলোড করা হয়। শিরোনামে বলা হয়, ‘A supermarket was on fire A religious group tried to extinguish fire by group Prayer. It didn’t work, obviously’ অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ধার্মিক কিছু লোক মিলে একটি দলবদ্ধ দোয়ার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, নিশ্চিতরূপেই যা ব্যর্থ হয়। 

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবেও আমরা একই ভিডিওর সন্ধান পাই যা 2 বছর আগে আপলোড করা হয়। ভিডিও দেখুন এখানে

 ইউটিউব ভিডিওর ডেস্ক্রিপশন থেকে জানা যায় ঘটনাটি ২০২২ সালের ৪ জুন সংঘটিত হয়। উল্লেখ করা হয় পাকিস্তানের জেল চৌরাঙ্গি এলাকার একটি সুপার মার্কেটে আগুন লাগলে আজান দিয়ে কিছু মুসল্লি তা নেভানোর চেষ্টা করে। 

কি-ওয়ার্ড সার্চে আমরা কিছু প্রতিবেদনেরও সন্ধান পাই যেখানে ঘটনাটির বর্ণনা করা হয়। প্রতিবেদন দেখুন এখানে-  টাইমস অব ইন্ডিয়াডেইলি মোশন। 

উভয় প্রতিবেদনেই ঘটনাটিকে পাকিস্তানের বলে দাবি করা হয় যা আজ থেকে দুই বছর আগে প্রকাশ করা হয়। 

অতএব, লস এ্যাঞ্জেলেস এ আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আজান দেইয়া হচ্ছে দাবি সংশ্লিষ্ট ভাইরাল ভিডিওটি সত্য নয়। 

Result: False

Our Sources: 
9Gag টাইমস অব ইন্ডিয়াডেইলি মোশন। 
ইউটিউব ভিডিও


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular