Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু হিন্দু ধর্মীয়গুরুর কাছ হতে মাথায় তিলক পড়ছেন। এমন দাবিতে প্রচারিত প্রচারিত পোস্ট দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বরে প্রকাশিত একটি টুইটে মূল ছবিগুলো খুজে পাওয়া যায়।
টুইটটি হতে জানা যায়, কংগ্রেসের এমপি রাহুল গান্ধী কেরালার থিরুভানন্তপুরমের ভারকালার শিবাগিরি মঠে শ্রী নারায়ণ গুরুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।
তাছাড়া, একই বিষয় নিয়ে কংগ্রেস এর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টেও সেসময়ে ছবিগুলো নিয়ে একটি টুইট করা হয়।
অর্থাৎ, ২০২২ সালে রাহুল গান্ধীর কেরালায় অবস্থানকালীন সময়ের একটি ছবিকে ডিজিটালি সম্পাদনার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, শেখ হাসিনার তিলক পরার ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিটি এডিটেড।
Result: Altered Photo
Our Sources
ANI
Congress Official X account
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।