সোমবার, ডিসেম্বর 30, 2024
সোমবার, ডিসেম্বর 30, 2024

HomeFact CheckFact check: জো বাইডেন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন? প্রথম...

Fact check: জো বাইডেন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন? প্রথম আলোর নামে ছড়ালো ভুয়া নিউজকার্ড 

Claim- ‘’জো বাইডেন আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন’
Fact- ভাইরাল পোস্টটিতে ব্যবহৃত প্রথম আলোর নিউজ কার্ডটি ভুয়া।‘

’জো বাইডেন আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি দাবি ভাইরাল হয়। দেখুন এখানে-টিকটক, টিকটকটিকটক। এছাড়াও পোস্টটিতে দাবি করা হয় জাতিসংঘের শান্তি রক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনী কে সরিয়ে নেয়ারও নির্দেষ দিয়েছে প্রেসিডেন্ট জো-বাইডেন। আল-জাজিরাকে একটি সাক্ষাতকারে জো-বাইডেন এসব কথা বলেন বলে দাবি করা হয়। পোস্টটির একটি স্ক্রিনশট দেখুন এখানে- 

ss of the viral post using Prothom Alo’s News card
courtesy: Tik Tok/User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Factcheck/Verification

গুগল কি-ওয়ার্ডসার্চ এর মাধ্যমে অনুসন্ধান করে আল জাজিরায় জো বাইডেনের এই সংক্রান্ত কোন সাক্ষাৎকার বা সংবাদ এর অস্তিত্ব পাওয়া যায় নি। এদিকে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাত শরীফের সাথে কথা বলে জানা যায় যে, পোস্টটিতে ব্যবহার করা প্রথম আলোর নিউজ কার্ডটিও নকল এবং এই সংক্রান্ত কোন সংবাদ প্রথম আলো ছাপেনি। সংবাদ মাধ্যম দুটির ওয়েবসাইট দেখুন- আল-জাজিরা, প্রথমা আলো। দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে নিউজচেকার-বাংলাদেশ আন্তর্জাতিক ও জাতীয় কোন গণ মাধ্যমে এ ধরণের সংবাদ পায় নি। তবে মুলত আসন্ন জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে বেশ কিছু দিন ধরেই রাজনীতিক অঙ্গন সরব রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রায়ই গণ মাধ্যমে নানান খবর প্রকাশিত হয়। এবং একই সাথে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন সময়ের আলোচনাও হয়েছে। আর এই পরিস্থিতিকে আশ্রয় করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে  নানা রকম খবর ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে জো বাইডেন কোন বক্তব্য না করলেও আমেরিকা বরাবরই একটি সুষ্ঠ নির্বাচনের জন্য তাগিদ দিয়ে আসছে বাংলাদেশকে। অপরদিকে প্রধান বিরোধী দল বিএনপি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নিয়মিত আন্দোলন , সভা-সমাবেশ করে আসছে। আবার জাতিসংঘের শান্তি রক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যাহারের কোন নির্দেশ না থাকলেও সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা-টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন ১৩ জন মার্কিন কংগ্রেসম্যান। এই চিঠিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের সুযোগে ব্যক্তিগত স্যাংশন ও জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষিদ্ধ করার আবেদন জানান বব গুড। বব গুড এর আগেও তার ৫ জন সহকর্মী নিয়ে একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট জো-বাইডেনকে চিঠি দেন।  প্রতিবেদন দেখুন এখানে- নিউজবাংলা২৪, প্রথম আলো। 

ss of a report regarding the letter to the UN to exclude BD army from the UN peacekeeping mission by the 14 congress man
courtesy: internet/ Prothom Alo

Conclusion

সুতরাং আল-জাজিরাকে দেয়া জো-বাইডেনের সাক্ষাৎকার বিষয়ক প্রথম আলো’র নিউজ কার্ডটি ভুয়া ও বানোয়াট। 

Result: False

Our Sources: 
আল-জাজিরা, প্রথমা আলো


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular