সম্প্রতি, সংরক্ষিত নারী আসন-৫০ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে “রুমিন ফারহানা ১৪৪ ধারা ভেঙ্গে বিএনপির সমাবেশে! যাওয়ার পথে পুলিশী বাধায় ২ ঘণ্টা আটকে থাকলেন রুমিন”। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর।
Fact-Check/Verification
ভিডিওটি থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Selim Ahmed নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট হতে ০৮ জানুয়ারি ২০২২ সালে প্রকাশিত হবুহু ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’ এর বাংলা অনলাইন সংস্করণে গত ৮ জানুয়ারি “১৪৪ ধারা আর কোথাও দিয়ে লাভ হবে না” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শহরে ১৪৪ ধারা জারি থাকায় সদর উপজেলার নাটাই বটতলী বাজার এলাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
মূলত, চলতি বছরের ৮ জানুয়ারিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে খোলা জায়গায় সমাবেশের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। একই স্থানে, একই সময়ে জেলা ছাত্রলীগও ছাত্র সমাবেশ আহ্বান করেছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুরো ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শনিবার (সমাবেশের দিন) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন। ১৪৪ ধারা জারি থাকায় সদর উপজেলার নাটাই বটতলী বাজার এলাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়।
Read More: না, মৌমাছির এই ছবিটি মাইক্রোস্কোপে ধারণ করা নয়
Conclusion
নয় মাস পূর্বের ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানা ১৪৪ ধারা ভেঙ্গে বিএনপির সমাবেশে যাওয়ার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Result: Missing Context
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।