বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Check৮২৩ বছর পর পাঁচটি বুধ-বৃহস্পতি-শুক্রবারের পুনরাবৃত্তির তথ্যটি ভুল

৮২৩ বছর পর পাঁচটি বুধ-বৃহস্পতি-শুক্রবারের পুনরাবৃত্তির তথ্যটি ভুল

সম্প্রতি টিকটকে বাংলাদেশি ইসলামি বক্তা মুস্তাফিজ রহমানির ওয়াজের একটি ক্লিপ ভাইরাল হয়। তিনি দাবি করেন এই ডিসেম্বর মাসে পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, পাঁচটি শুক্রবার যা প্রতি ৮২৩ বছর পর পর আসে।

ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে

এছাড়াও এমন দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়। নিউজচেকার যাচাই করে দেখেছে, এই তথ্যটি ভুল।

Fact Check / Verification

দাবিটির প্রেক্ষিতে কি-ওয়ার্ড সার্চ করে Time and Date ওয়েবসাইটে “5 Weekends in 1 Month Happens More Often Than Every 823 Years” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই বছরে একাধিক এমন পাঁচটি বারের পুনরাবৃত্তির প্রমাণ পাওয়া যায়।

আরও নিশ্চিত হতে ক্যালেন্ডারে লক্ষ্য করে দেখা যায়, চলতি বছরের ডিসেম্বর ছাড়াও মার্চ ২০২৩, মে ২০২৪, জানুয়ারি-অক্টোবর ২০২৫, জুলাই ২০২৬ সালেও পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, এবং পাঁচটি শুক্রবার রয়েছে।

৮২৩ বছর
মার্চ ২০২৩, মে ২০২৪, জানুয়ারি ২০২৫

এছাড়া, ২০২০ সালের জানুয়ারি এবং জুলাই মাসে এমন ঘটনা দুইবার ঘটেছিল। অর্থাৎ একই বছরে একাধিকবার এ ধরণের ঘটনা ঘটে থাকে।

Read More: ‘বাসে অর্ধেক ভাড়া দাবি’ আন্দোলনের ছবিকে বিকৃত করে প্রচার

উল্লেখ্য, এ ধরণের গুজব ইন্টারনেটে ২০১০ সাল থেকে প্রচার হয়ে আসছে এবং সে সময় শনি, রবি, সোমবারের ধারাটি ভাইরাল হলে মার্কিন ফ্যাক্টচেকিং সাইট স্নোপস বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

Conclusion

পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, পাঁচটি শুক্রবারের ধারাটি প্রতি ৮২৩ বছর পর নয় বরং প্রতি বছর বা এক বছরে একাধিকবার ঘটে থাকে।

Result – Partly False

Our Sources

Time and Date: https://www.timeanddate.com/calendar/823-years.html

Snopes: https://www.snopes.com/fact-check/money-bags/


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular