Claim
২০৩০ সালে সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করবে এবং ইতিমধ্য স্টেডিয়ামের নকশা ও ডিজাইন প্রকাশ করেছে
Fact
ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর মাধ্যমে একজন তৈরি করেছেন এবং ২০৩০ বিশ্বকাপ নয় বরং ২০৩৪ বিশ্বকাপ সৌদিতে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে কিছু ভিন্নধর্মী একাধিক স্টেডিয়ামের ছবি প্রকাশ করে দাবি করা হয় ২০৩০ সালে সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করবে এবং ইতিমধ্য স্টেডিয়ামের নকশা ও ডিজাইন প্রকাশ করেছে। এমন দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে @ibrahima5118 নামের একটি অ্যাকাউন্টে গত ০২ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিওতে খুঁজে পাওয়া যায়।
ভিডিওর ক্যাপশন হতে জানা যায় ছবিগুলো ২০৩৪ সৌদি বিশ্বকাপকে কেন্দ্র করে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (Ai) দারা নির্মিত স্টেডিয়ামের ছবি।
Read More: এটি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পরবর্তী মুহুর্তের ভিডিও নয়
তাছাড়া, ফিফার অফিশিয়াল ওয়েবসাইট হতে জানা যায় ২০৩০ বিশ্বকাপ আয়োজক মরোক্কো, স্পেন এবং পর্তুগাল। ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের আসর বসতে চলেছে সৌদি আরবে
Conclusion
২০৩৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া সৌদি বিশ্বকাপ আসরকে কেন্দ্র করে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স দারা তৈরি স্টেডিয়ামের ছবিকে ২০৩০ বিশ্বকাপকে কেন্দ্র করে স্টেডিয়ামের নকশা প্রকাশ করলো দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
A video published on TikTok/@ibrahima5118 on 02 November 2023
A report published on FIFA on 31 October 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।