বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact CheckFact Check: ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া

Fact Check: ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া

Claim
২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন
Fact
২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিনকে ইডিটের মাধ্যমে উক্ত রুটিনটি তৈরি করা হয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন দাবিতে একটি রুটিনের ছবি প্রচার করা হয়েছে। এমন কিছু প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

এসএসসি

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

২০২৪ এসএসসি পরীক্ষার রুটিন দাবিতে প্রচারিত ছবিটি আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাই তারিখের ফন্টের সাথে অন্যান্য টেক্সট ফন্টের পার্থক্যগত সমস্যা রয়েছে। তাছাড়া, রুটিন প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ৯ নভেম্বর ২০২৪ যা যা অসঙ্গতিপূর্ণ।  তাছাড়া, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত রুটিনের ‘তারিখ ও দিন’ কলামের সঙ্গে ভুয়া এই রুটিনের মিল খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে, দেশীয় একাধিক গণমাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভাগের বরাতে রুটিনকে ভুয়া বলে প্রতিবেদন প্রকাশ করে দেখুন এখানে এবং এখানে। মূলত, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।

Read More: নতুন শিক্ষাক্রমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ অপপ্রচার

Conclusion

ইডিটের মাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ছবি প্রচার করা হয়েছে যা সত্য নয়। 

Result: False

Our Sources 
SSC Routine 2023
Prothom Alo
Daily Nayadiganta 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular