বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeCoronavirusভ্যাকসিন নেয়ার পরও কেন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে?

ভ্যাকসিন নেয়ার পরও কেন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে?

সম্প্রতি বলিউডের অন্যতম কোরিওগ্রাফার ফারাহ খান দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনাটি বাংলাদেশে ভাইরাল হয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যে ভ্যাকসিন কি আদৌ কাজ করে কিনা।

ফুল ভ্যাকসিনেটেড হওয়ার পরও আক্রান্ত হচ্ছে কেন?

এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, “কোনো টিকাই ১০০% সুরক্ষা দেয় না বরং মানুষকে গুরুতর রোগ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করে।”

ফুল-ডোজ ভ্যাকসিনেটেড হওয়ার পরও আক্রান্ত হওয়াকে মেডিকেলের ভাষায় বলা হয় ব্রেকথ্রু সংক্রমণ বা Breakthrough Infection। দুই ডোজ টিকা দেয়ার ২ সপ্তাহ পরে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিবডি কয়েক মাস স্থায়ী হতে পারে।

চলতি বছরের এপ্রিলে ফাইজার একটি প্রতিবেদন প্রকাশ করে । যেখানে বলা হয়েছে তাদের ভ্যাকসিনের সুরক্ষা কমপক্ষে ছয় মাস স্থায়ী হতে পারে। তবে ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিয়ে এখনো গবেষণা চলছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC এর ৯ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, ১৬৬ মিলিয়নের বেশি ফুল ভ্যাকসিনেটেড ব্যক্তিদের মধ্যে ৮,০৫৪ জনের ব্রেকথ্রু সংক্রমণ হয়েছে। এর মধ্যে ৭,৬০৮ জন হাসপাতালে চিকিৎসা নেন এবং ১,৫৮৭ জনের মৃত্যু হয়।

ভ্যাকসিন

বাংলাদেশে এখনো ব্রেকথ্রু সংক্রমণের সঠিক পরিসংখ্যান জানা যায়নি বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস রিলিজেও এ সংক্রান্ত তথ্য নেই। তবে বিভিন্ন সময় পত্রিকায় ব্রেকথ্রু সংক্রমণ নিয়ে সংবাদ প্রকাশ হয়।

উল্লেখ্য, গত ১ আগস্ট IEDCR এর প্রকাশিত এক প্রেস রিলিজে ১,৩৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে দৈবচয়নের ভিত্তিতে নির্বাচন করে দেখা গেছে, এদের মধ্যে ২ ডোজ বা ফুল ভ্যাকসিনেটেড হওয়ার পরে সংক্রমিত হয়েছেন ৩০৬ জন।

ভ্যাকসিন নিয়ে আতঙ্কিত না হয়ে, ভ্যাকসিন দেয়ার পরও সকল স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে কার্যকর, বলেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

Read More: করোনার টিকা ও মদ্যপানের সম্পর্ক কি?

Sources:

Interview of spokesperson for Covid-19 management at the Directorate General of Health Services (DGHS), Dr. Mohammad Robed Amin.

India Kerala: https://www.ndtv.com/india-news/over-40-000-breakthrough-infections-or-covid-cases-in-vaccinated-people-in-kerala-source-2507884

Health desk: https://health-desk.org/articles/if-a-vaccinated-person-gets-infected-it-is-a-sign-that-they-re-not-immune-to-the-virus

Pfizer April: https://www.pfizer.com/news/press-release/press-release-detail/pfizer-and-biontech-confirm-high-efficacy-and-no-serious // https://archive.ph/5QCCz

CDC: https://www.cdc.gov/vaccines/covid-19/health-departments/breakthrough-cases.html // https://archive.ph/MLZlJ

BD media on breakthrough: https://cutt.ly/RQ5QiTp

https://cutt.ly/DQ5QpSp

IEDCR: https://old.iedcr.gov.bd/website/images/files/nCoV/Issue13_COVID19Update.pdf?fbclid=IwAR1gleG4wP2vyyNAypdoki-_WEGeamqmBBDZd1mkB-kEBZJMEtqH4Zbvyzc

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular