শুক্রবার, মার্চ 29, 2024
শুক্রবার, মার্চ 29, 2024

HomeFact Checkকরোনার টিকা ও মদ্যপানের সম্পর্ক কি?

করোনার টিকা ও মদ্যপানের সম্পর্ক কি?

করোনার টিকা নেয়ার পর মদপানে মৃত্যু হয় পাকিস্তানি এক নাগরিকের, এমন একটি ভিডিও ভাইরাল হয় টিকটকে। অনুসন্ধানে দেখা যায়, করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া এবং মদ্যপানের সাথে কোনও সম্পর্ক নেই। অর্থা‍‍ৎ, ভিডিওটিতে দেয়া তথ্য মিথ্যা।

Screenshot of TikTok

Fact-check/Verification

সম্প্রতি বিনোদনমূলক ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ভাইরাল হওয়া ভিডিওটিতে, বাংলাদেশি এক ব্যক্তি দাবি করেন, করোনার টিকা নেওয়ার পর একজন পাকিস্তানি লোককে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার মৃত্যুর কারণ হলো, টিকা নেয়ার পর মদ পান করা। 

তিনি ইংল্যান্ডে অবস্থিত একজন ডাক্তারের বক্তব্য উল্লেখ করে টিকা দেওয়ার পরে যদি কেউ জ্বরে আক্রান্ত হয় তবে হালকা গরম পানি পান এবং প্যানাডল ট্যাবলেট সেবন করার  পরামর্শ দেন।

অ্যালকোহল পান করার কারণে টিকা দেওয়ার পর কীভাবে পাকিস্তানি লোকটি মৃত অবস্থায় পড়েছিল সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। 

কিন্তু অতি মাত্রায় অ্যালকোহল গ্রহণ ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণের জন্য সংবেদনশীলতার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে, এমন তথ্য পাওয়া যায় আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনলজি ইনফরমেশনের একটি গবেষণায়

অনুসন্ধানে, কোভিডের টিকার সাথে মদ্যপানে মৃত্যুর কোনো সম্পর্ক পাওয়া যায়নি

Epigenetic Targets for Reversing Immune Defects Caused by Alcohol Exposure, Source: National Center for Biotechnology InformationU.S. National Library of Medicine

এছাড়াও, বিশ্বের পশ্চিমা দেশগুলোর বিভিন্ন সংবাদ মাধ্যম – নিউ ইয়র্ক টাইমস, ABC 10 News, টিকা নেওয়ার পর মদ্যপানে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনামূলক সংবাদ প্রচার করে।

Screenshot on ABC 10NEWS, In-depth report on Alcohol and the Covid 19 vaccines

 

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ” ভ্যাকসিনের সাথে মদ্যপানের কোনো সম্পর্ক নেই। যদিও, মদ্যপান স্বাস্থের জন্য ক্ষতিকর এবং রয়েছে মৃত্যু ঝুঁকি। অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে, যার সাথে করোনার ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। “

দ্যা ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত মতামত কলামে, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত ডা. তাসনিম জারা জানান, ভ্যাকসিন মানুষকে অন্যান্য রোগ থেকে নয়, কোভিড -১৯ থেকে রক্ষা করে। কোভিড -১৯ ছাড়া অন্যান্য অসুখের জন্য প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায়। মানুষ ভ্যাকসিন পাওয়ার পর এটি ভিন্ন হবে বলে আমরা আশা করি না। কিন্তু যদি আমরা সাবধান না হই, তাহলে এই মৃত্যুগুলেআ ভুলভাবে ভ্যাকসিন দ্বারা সৃষ্ট বলে দায়ী হতে পারে। 

সংবাদপত্রে কোভিডের টিকা দেওয়ার পর মৃত্যুর খবর প্রকাশ, সাধারণ মানুষের মধ্যে অযৌক্তিকভাবে ভীতি সঞ্চার করতে পারে এবং ক্ষতিটি পূর্বাবস্থায় ফেরার জন্য খুব বেশি হতে পারে বলে মতামত প্রকাশ করেন তরুণ এই ডাক্তার।

Conclusion:  

টিকটকে ভাইরাল এই ভিডিওটিতে দেয়া তথ্য মিথ্যা। এবং এই মিথ্যা তথ্যের কারণে যারা করোনার টিকা নেয়ার দিনে অ্যালকোহল বা মদ্যপান করেছিল তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে।

Result: False

Our Sources:

Primary Source: Interview of Dr Mohammad Robed Amin, spokesperson for Covid-19 management at the Directorate General of Health Services (DGHS)

The New York Times: https://www.nytimes.com/2021/04/27/well/eat/alcohol-covid-vaccine.html

National Center for Biotechnology Information, USA: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3860427/

Centers for Disease Control and Prevention, U.S. Department of Health & Human Services: https://www.cdc.gov/coronavirus/2019-ncov/vaccines/expect/after.html

ABC 10 News: https://www.youtube.com/watch?v=-Xzzmk_SbKM

World Health Organization (WHO) : https://www.who.int/news-room/feature-stories/detail/side-effects-of-covid-19-vaccines

The Daily Star: https://www.thedailystar.net/opinion/news/we-must-report-responsibly-vaccine-side-effects-2042689

BBC: https://www.bbc.com/bengali/news-45085335

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular